বাউফলে মা ইলিশ সংরক্ষণের লক্ষে মোবাইল কোর্টের অভিযানের খবর ফেসবুক লাইভের মাধ্যমে আগাম প্রচারিত হওয়ায় উপজেলা প্রশাসনের প্রথম দিনের অভিযান ব্যর্থ হয়েছে।
জানাগেছে শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ইউএনওর নেতৃত্বে বাউফলের তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে তার সঙ্গে একাধিক সদস্য উপস্থিত ছিলেন। এসময় তারা মোবাইল থেকে লাইভ দিলে জেলেরা অভিযানের খবর আগে জেনে যান। ফলে কয়েকজন জেলে আগেই নদী ত্যাগ করেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তেঁতুলিয়া নদীতে অভিযান চালানোর জন্য বিকেলে মৎস্য অফিসের সামনে থেকে ট্রলারযোগে রওনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম। ট্রলারে ওঠার পরই অভিযানের একাধিক সদস্য ফেসবুকে লাইভ শুরু করেন। এতে অসাধু জেলেরা আগেই সতর্ক হয়ে নদী থেকে সরে যান।
চন্দ্রদ্বীপ এলাকার এক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নদীতে বেশ কয়েকজন জেলে ইলিশ শিকার করছিলেন। ফেসবুক লাইভে খবর ছড়িয়ে পড়তেই সবাই জাল তুলে নিরাপদে সরে যান।”
ফেসবুকে লাইভ করে অভিযান পরিচালনা করায় সমালোচনা করেছেন সচেতন মহল। অনেকেই লাইভের নিচে নেতিবাচক মন্তব্য করেছেন।
মাহবুব রহমান নামের একজন মন্তব্য করেন, “অভিযানে যেতে হয় চুপি চুপি, এভাবে ঢাকঢোল পিটিয়ে গেলে চোর পালিয়ে যাবে।”
জসীম উদ্দিন নামের এক সাংবাদিক মন্তব্য করেন, “লাইভ করে অভিযান পরিচালনা করলে সফল হওয়ার সম্ভাবনা কম।”
বিষয়টি জানতে চাইলে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।