ভিপি নুরসহ ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারের দাবী

নারী সমাজকে কটুক্তির অপরাধে ধর্ষণ মামলার আসামি নুরুল হক নুরসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন খান আরমান, সহ-সভাপতি রবিউল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক আবু হাসান লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব শাহারিয়া, সাংগঠনিক সম্পাদক নুহাশ প্রমুখ।
বক্তারা বলেন, গণ মাধ্যম শোষিত মানুষের কথা বলে, গণ মাধ্যম দেশ ও জাতির কথা বলে, যারা গণমাধ্যমকে বয়কট করে তারা দেশ ও জাতির শত্রু, গণমাধ্যমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নারী সমাজকে কটুক্তির অপরাধে ধর্ষণ মামলার আসামি নুরুল হক নুরকে গ্রেফতারের দাবি জানান।